শেরপুরের চন্দ্রকোনা কলেজ এখন মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল
- আপডেট সময় : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজ এখন মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল। কলেজের ছাত্র-শিক্ষকরা যেমন মৌমাছিকে বিরক্ত করে না। তেমনি মৌমাছিও কাওকে কামড় দেয়না। শুধু তাই নয় মৌচাক এখন বাড়তি আয়ও যুগাচ্ছে ওই কলেজের।
শেরপুরের নকলার চন্দ্রকোনায় সরিষার আবাদ বেশী হওয়ায় এ মৌসুমে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য এলাকায় অবস্থান করে। ২০১৮ থেকে মৌমাছির দলের নিরাপদ আশ্রয়স্থল নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজ ভবন। বর্তমানে কলেজ ভবনে চোখে পড়ে ৭৫টি মৌচাক। মৌচাক দেখার জন্য দূরদূরান্ত থেকে আসছে উৎসুক মানুষ।
কলেজ ভবন ছাড়াও এলাকার বিভিন্ন বাসাবাড়ী ছাদ ও গাছের ডালেও মৌমাছির দল বেঁধেছে চাক। মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা।
লাভবান হয়েছে কলেজ কর্তৃপক্ষ। ৫২ হাজার টাকার মধু বিক্রি করেছে। ফলে কলেজের বাড়তি আয়েরও যোগান মিলেছে মৌচাক থেকে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এলাকার সৌন্দর্য বেড়েছে, অন্য দিকে মানুষের বাড়তি আয়ও হচ্ছে।
এলাকা আশপাশের উচুভবনসহ গাছ গুলোতেও দেখা মিলেছে মোমাছির দল।