শেরপুরের দুই উপজেলার ৪০ গ্রাম প্লাবিত
- আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের দুই উপজেলার ৪০ গ্রাম প্লাবিত। ভেসে গেছে দেড় শতাধিক মাছের ঘের। দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়ে..পানি বন্দী প্রায় ১০হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে মহারশী নদীর পানি বেড়ে উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এদিকে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আরও অন্তত ১০ গ্রাম প্লাবিত। একইসাথে পানি প্রবেশ করেছে ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে।
মহারশীর পানির তোড়ে শহর রক্ষা বাঁধ ভেঙে ভেসে গেছে দেড় শতাধিক মাছের ঘেড়। সকাল থেকে চুলা জ্বালাতে না পেরে দূর্ভোগে পানি বন্দী মানুষ। গবাদি পশু, পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে খাদ্য সংকটে এখন নদী তীরবর্তী এলাকার মানুষ। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবী স্থানীয়দের।
প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস ও বাঁধ পুনঃনির্মাণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
দ্রুত বাঁধ নির্মাণ করে, দূর্ভোগ লাঘবের দাবী স্থানীয়দের।