শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরো এক যাত্রী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পর চালক পলাতক ।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢালাই মিকচার মেশিনের সাথে অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা এক শ্রমিক ট্রলির নিচে চাপা পড়ে থাকলে স্থানীয় লোকজন ট্রলিটাকে সরিয়ে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।