শেরপুরে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৫:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় আসাদ মিয়া (১৭) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার ছেপাকুড়ি ব্রীজের কাছ থেকে মাটি চাপা দেয়া অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার দক্ষিন নকলার এলাকার ফজলুল হকের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, প্রতিদিনের মত গত সোমবার আসাদ মিয়া ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নকলা থানায় জানান। ভোর রাতে নালিতাবাড়ীর তিনানী বাজার এলাকায় অটোরিক্সাসহ দুজনকে আটকে করে পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসাদকে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের কথা স্বীকার করে ওই দুইজন। তাদের দেয়া তথ্যে আরও দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেখানো নকলা উপজেলার ছেপাকুড়ি ব্রীজের পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এঘটনায় আসাদের বাবা ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামী করে বুধবার নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দিনাজপুর শহরের ডায়াবেটিস মোড় এলাকায় অবস্থিত বেস্ট কেয়ার এন্ড হসপিটাল এর গলিতে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ব্যবসায়ীর নাম মোতাহার হোসেন। সে শহরের বাহাদুর বাজারের একজন মাছ ব্যবসায়ী।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, আজ সকালে বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের গলিতে মরেদহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মরগে প্রেরণ করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায় এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।