শেরপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজে দিশেহারা কৃষক
- আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
শেরপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে এক ধরনের ভাইরাস সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। এতে চিকিৎসা না পাওয়ায় মারা যাচ্ছে গরু-বাছুর। কৃষকদের অভিযোগ, এ সময়ে পরামর্শ ও সহায়তার জন্য তাদের পাশে নেই প্রাণিসম্পদ বিভাগের কেউই। এতে ক্ষুদ্ধ স্থানীয়রা। তবে, মাঠ পর্যায়ে কোন অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল, পলাশীকুড়া, আন্ধারুপাড়া, মধ্য আন্ধারুপাড়া, দাউদরাসহ প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে এক ধরনের ভাইরাসের সংক্রমণ। এতে উপজেলায় আক্রান্ত হয়েছে শত শত গরু-বাছুর। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আক্রান্ত গরু-বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়ে কাঁপতে শুরু করে। দেহে তৈরি হয় গুটি গুটি হয়ে ফোলা। সৃষ্টি হয় ক্ষতের। ঝিমিয়ে পড়ে খাবার ছেড়ে দেয়ার পরই মারা যাচ্ছে গরু-বাছুর ও ষাঁড়। কৃষকদের অভিযোগ- এসময় চিকিৎসা সহায়তা দিতে পাশে নেই প্রাণিসম্পদ বিভাগের ডাক্তাররা।
তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জানান, প্রত্যেক উপজেলায় মোবাইল টিম গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ে কোন অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
দ্রুত এই রোগের প্রতিরোধ করা না গেলে প্রান্তিক খামারীরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। এরই মধ্যে উপজেলায় অন্তত ২০টি গরু-বাছুর ও ষাঁড় এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।