শেরপুরে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন শেরপুর সদরের জঙ্গলদী এলাকার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে দুই ভাই-বোন মৃগী নদীর তীরে গোসল করতে যায়। এ সময় স্রোতের তোড়ে হঠাৎ নদীতে ভেসে যায় তারা। মুহুর্তেই ডুবে যায় দুই ভাই-বোন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রায় ১ ঘন্টা খোঁজার পর তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।