শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৭০৮ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা যায়, গত রাতে ২৫/৩০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে হানা দিয়ে ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয়। গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন ওই কৃষক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর মহিপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে লতাচাপলি ইউপির খাজুরা বাহামকান্দা সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির শরীরের চামড়া অধিকাংশ ঝলসে গেছে।