শেরপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সিভিল সার্জন কার্যালয়ে ডা.আনোয়ারুল রউফের সভাপতিত্বে এ কর্মশালায় চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারীরা উপস্থিত ছিলেন। ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় ১ হাজার ৩৪৬টি কেন্দ্রে একযোগে ২ লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রাজবাড়ীতে এ বছর ১ লক্ষ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়নো হবে।
মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ… এই স্লোগান নিয়ে ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।