শেরপুরে সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১৫ হাজার মানুষ
- আপডেট সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবর্দীতে সোমেশ্বরী নদীতে একটি সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১৫ হাজার মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে সব বয়সী মানুষ। স্থানীয়দের অভিযোগ, ৫০ বছর থেকে সেতুর দাবি করলেও, সাড়া দেয়নি কর্তৃপক্ষ। সব সময় শুধু আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা।
ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদী বিচ্ছিন্ন করেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের খারামোরা, রাঙাজান ও কোচপাড়া গ্রামকে। বেশিরভাগ সময় এই নদীতে থাকে হাঁটু পানি। একটু বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে কানায় কানায় ভরে যায় নদী। এতে দুর্ভোগ পড়ে স্থানীয়রা।
নদীর দু’পাশে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জা ও সরকারি-বেসরকারি অফিস আছে। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীনের পর থেকে সেতুর দাবি করলেও, আজও বাস্তবায়ন হয়নি।
সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে নকশা ও মাটি পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছে এলজিইডি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
সোমেশ্বরী নদীতে সেতু হলে, পাহাড়ী জনপদের জীবন বদলে যাবে বলে স্বপ্ন দেখে গ্রামবাসীরা।।