শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কোটি মানুষের ভরসার স্থল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র বিকল করে রেখেছে হাসপাতালের একটি চক্র। তাদের উদ্দেশ্য বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানো শেষে কমিশন তোলা। এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট। ফলে যথাযথ সেবা পাচ্ছেন না রোগীরা ।
কোটি কোটি টাকায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের জন্য কেনা যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে।তিন বছর ধরে বিকল হয়ে পড়ে থাকা ক্যান্সার রোগীর রেডিয়েশনের মেশিনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই তালিকায় আছে হাসপাতালের এমআরআই এবং সিটিস্ক্যান মেশিনও । কাজ করছে না ৬টি এক্সরে মেশিন, এনজিওগ্রাম মেশিন ও লেসিক মেশিন।শুধু তাই নয়, ২টি ইনড্রোজ মেশিনের সামান্য ত্রুটি মেরামত না করে তা ফেলে রাখা হয়েছে অচলের তালিকায়। সময় নেই এনডোসকপি যন্ত্রটি ঠিক করারও। হাসপাতালের আলট্রাসনোগ্রাফি চলছে না, মুমূর্ষু রোগীরা হাসপাতালে কোন চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আইসিইউর ৫টি ভেন্টিলেটর কাজ না করায় নতুন করে তা কেনা হয়েছে।
যন্ত্রপাতি দ্রুত সচল করার কথা জানালেন, সিনিয়র টেকনোলজিস্ট, না হলে এসব মেশিন চলে যাবে পরিত্যক্তের খাতায়। হাসপাতালের বাইরে স্বাস্থ্য পরীক্ষার অভিযোগ রোগীর স্বজনদের। সচেতন নাগরিক কমিটির সভাপতি বললেন, মেশিনারিজ কাদের কারসাজিতে অচল করে ফেলে রাখা হচ্ছে তা খুঁজে বের করার তাগিদ সবার। এজন্য বায়োমেডিকেল প্রকৌশলীর পদ তৈরির দাবি তাদের। অনুসন্ধানে আরো জানাযায়, কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সেন্ট্রাল অক্সিজেনের লাইনটি কোন কাজে আসছেনা। । ১০টি লিফটের মধ্যে ৫টিই বন্ধ রয়েছে। লাশ রাখার ২টি ফ্রিজের মধ্যে বিকল হয়ে আছে একটি। বছরের পর বছর ধরে অচল ৭টি এম্বুলেন্স। সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে লাগানো ইন্টারকমেরও খবর নেই।