শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন’শ’ ৫৫ জন নার্স করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মহামারীকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন’শ’ ৫৫ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। বাদ যায়নি তাদের পরিবারের সদস্যরাও। মারা গেছেন দু’জন নার্স। দিনরাত কাজ করেও হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সন্তুষ্ট করতে পারছে না বলে হতাশা জানায় তারা।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৩টি ওয়ার্ডে দুই হাজার সাধারণ রোগীর পাশাপাশি তিন’শ শয্যার করোনা ওয়ার্ডে সেবা দিচ্ছেন ৯শ’ ২৭ নার্স। এদের মধ্যে এক’শ’ ১১ জন নিজের মাতৃত্বকালীণ ছুটির সময়ও কাজ করছেন। আরো শতাধিক নার্স বিভিন্ন রোগে আক্রান্ত। ইতিমধ্যে করোনায় মারা গেছেন দু’জন।
ভক্সপপ : ১, ২ ও ৩ (রোগীর স্বজন, গর্ভবতী নার্স)
সেবা দিতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান, তারা।
ভক্সপপ : ৪, ৫ ও ৬ (কর্তব্যরত নার্স)
নার্সরা মাতৃত্বকালীণ ছুটিও নিচ্ছে না বলে জানান, সেবা তত্বাবধায়ক।
সট: সেলিনা আক্তার, সেবা তত্ত্বাবধায়ক, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
সংকট আশংকায় সাধারণ রোগীদের সেবায় নিয়োজিত নার্সদের পিপিই দেয়া হচ্ছে না, বলে জানান, হাসপাতাল পরিচালক।
সট: ডা. এইচএম সাইফুল ইসলাম, পরিচালক, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
পাঁচ’শ শয্যার নার্স দিয়ে চলছে দ্বিগুণ শয্যার হাসপাতাল। রোস্টারের বাইরেও কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী আছে প্রায় দু’হাজার দু’শ। রোগী অনুযায়ী চার হাজারেরও বেশি নার্স দরকার।