শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
প্রোভিডেনসে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে আজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে, আবহাওয়া বার্তায় সারাদিনই বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচ নিয়ে রয়েছে শংকা। তবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন, বৃষ্টির কারণে ম্যাচ পুরোপুরি না হলে দলকে মানসিকভাবে মানিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, এ ম্যাচে ঘুরে দাঁড়তে হলে দায়িত্ব নিয়ে খেলতে হতে হবে ব্যাটারদের। তবে বোলারদের উপর আস্থা রাখেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া, সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।