শেষ সময়ে এসে দিনাজপুরে লিচুর দাম আকাশচুম্বী
- আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
শেষ সময়ে এসে দিনাজপুরে লিচুর দাম আকাশচুম্বী। ৭’শ থেকে হাজার টাকা দামের এক’শ লিচু এখন বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকায়। দাম বেশি হওয়ায় ব্যবসায়ী ও বাগান মালিকরা খুশি। কিন্তু, হতাশ ক্রেতারা। তবে, দাম বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ।
দিনাজপুরের ১৩ টি উপজেলায় এবার সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে মাদ্রাজি বোম্বাই বেদেনা চায়না থ্রিসহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এবার ফলন কম।
সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায়, লিচুর দাম গেলো বারের তুলনায় তিন থেকে চার গুণ বেশি বলছেন বিক্রেতারা। দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।
গাছ থেকে লিচু তুলতে শ্রমিক সংকটে ভুগছেন বাগান মালিকরা। সংকট নিরসনে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায়, এবার লিচুর দাম কয়েক গুণ বেশি বলে জানায় কাঁচামাল আড়তদার সমিতি।
কৃষি বিভাগ বলছে, গেলো দুই বছর কৃষক লিচুর দাম পায়নি। এবার দাম বেশি পাওয়ায় কৃষক আবাদে উৎসাহী হবে।
জেলায় এবার ৮শ’ কোটি থেকে ৯ হাজার কোটি টাকার লিচু বিকিকিনির আশা করছে সংশ্লিষ্টরা।