শেষ হলো তিন দিনের ডিসি সম্মেলন
- আপডেট সময় : ০৮:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
শেষ হলো তিন দিনের ডিসি সম্মেলন। করোনা সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নিতে বলেছেন তিনি। অপব্যবহার রোধে প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া– নদী ও পরিবেশ রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেয় হয় মন্ত্রণালয় থেকে।
রাজধানীর ওসমানী মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে অংশ নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী।
আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় করোনা ব্যবস্থাপনা। দেশজুড়ে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়ি আরোপে জোর দেন স্বাস্থ্যমন্ত্রী।
মাঠ প্রশাসন থেকে দ্রুত তথ্য দিতে ও প্রবাসীদের বিভিন্ন সেবা নিশ্চিতে জেলা প্রসাশকদের নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী।
অপব্যবহার রোধে প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এই প্রথমবার জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান। দেশ গঠনে সামরিক-বেসামরিক কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
এবার সম্মেলনে মোট ২৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয় সম্পর্কে আলোচনার জন্য ডিসিদের পক্ষ থেকে ২৬৩টি প্রস্তাব দেওয়া হয়।