শেষ হলো রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা
- আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শেষ হলো রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা। মেলার শেষ দিনে সরকারি ছুটির দিন থাকায় মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। আয়োজকরা জানান, শীতের দাপট থাকলেও মেলা সফল ও সার্থক। আর ক্রেতারা বলছেন, যাচই বাছই শেষেই তারা কিনবেন তাদের পছন্দের ফ্লাট ও প্লট।
সারা দেশে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহের পরও নিজের পছন্দের মাথা গোঁজার ঠাঁই খুঁজতে অনেকেই এসেছেন আবাসন খাতের সবচেয়ে বড় রিহ্যাব মেলায়। তাই লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে শেষ দিনে অনেকেই খুঁজে ফিরেছেন কাঙ্খিত নিবাস।
বিক্রেতারা বলছেন, মেলা উপলক্ষে তারা যেসব ছাড় দিয়েছেন, মেলা শেষ হলও তা বহাল থাকবে বেশকিছু দিন।
ক্রেতারা বলছেন, একই ছাদের নিচে যেমন সবাইকে যাচাই করা যায়, তেমনি কিছু বাড়তি সুবিধার জন্যই তারা আসেন,আবাসন মেলায়।
আয়োজকরা বলছেন, এবার আবাসন কোম্পানীগুলোকে সিঙ্গেল ডিজিটে ঋণ দেয়ায়, মেলায় বেচা বিক্রি বেশ ভালে। তবে রেজিষ্ট্রেশন খরচ ই তাদের ভোগাচ্ছে।
এবারের আবাসন মেলায়ও ক্রেতাদের মূল চাহিদা ছিল ৬০ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে ঢাকায় একটি সুন্দর ফ্ল্যাট।