শেষ হলো অমর একুশে বইমেলা-২০২৪
- আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
শেষ হলো অমর একুশে বইমেলা-২০২৪। লিপ-ইয়ারের কারণে ১ দিন বাড়তি পাওয়ার সাথে সাথে আরো দু’দিনের ব্যাপ্তি বাড়ায় মোট ৩১ দিনের পুরোটা সময় দর্শনার্থী ও পাঠকদের ভীড়ে বইমেলা ছিলো জমজমাট। শেষ দিনেও প্রচুর ক্রেতা-পাঠকের সমাগমসহ ছিলো শিশুদের পদচারণা। এছাড়া বিদায় মুহুর্তে অনেকে আড্ডায় জমিয়ে তোলেন মেলা প্রাঙ্গন। এবার প্রকাশিত বইয়ের মধ্যে শীর্ষে ছিলো কথাসাহিত্য, আর তরুণ পাঠকদের সর্বোচ্চ চাহিদা ছিল থ্রিলার বইয়ে।
‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পয়লা ফেব্রুয়ারি বাংলা একাডেমির একুশে বইমেলা শুরু হয়ে দোসরা মার্চের শেষ দিনেও কমতি ছিলোনা পাঠক ও দর্শনার্থীর।
শেষ দিনেও ভীড় ছিল বেশ কয়েকটি জনপ্রিয় প্রকাশনীর স্টলে। শেষ সময়ে মেলার সার্বিক বিষয়ে প্রকাশক-লেখক-পাঠক-বিক্রেতাদের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া।
বাংলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের কাটতি ছিলো বেশ। ইতিহাস সচেতনতায় এসব বইয়ের গুরুত্ব তুলে ধরেন তারা।
মেলার শেষ সময়ে পরিবারের সাথে অংশ নেয় শিশুরাও।
শেষ দিনে ১৪৯টি নতুন বইসহ ৩১ দিনে মেলায় প্রকাশিত মোট বইয়ের সংখ্রা ছিলো ৩ হাজার ৭৫১টি।