শোলাকিয়ায় ঈদ জামাতে নেয়া যাবে না ছাতা ও মোবাইল ফোন
- আপডেট সময় : ০৭:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
শোলাকিয়ায় ঈদ জামাতে নেয়া যাবে না ছাতা ও মোবাইল ফোন। ঈদগাহে প্রবেশের আগেই মুসল্লিদের কমপক্ষে চারবার পুলিশের নিরাপত্তা তল্লাশির মুখে পড়তে হবে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারের ঈদুল ফিতরের নামাজ ঘিরে এমনই নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে দূর-দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ রুটে থাকবে শোলাকিয়া স্পেশাল নামে বিশেষ দুটি ট্রেন।
প্রতিবছরের মতো এবারও দেশের অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। করোনা মহামারির কারণে গত দুই বছর শোলাকিয়ায় ঈদের জামাত বন্ধ ছিল। তাই এবার শোলাকিয়ায় ঈদগাহে মুসল্লি সমাগম বেশি হবে বলে ধারণা প্রশাসনের। সেদিকটি মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
এদিকে, অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
নিরাপত্তা জোরদারে মোবাইল নিয়ে প্রবেশও নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি।
১৮২৮ সালে শোলাকিয়া মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।