শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ
- আপডেট সময় : ১০:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে, জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় এবং রাজধানীর দূতাবাস রোডের বারিধারা জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর, বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল ও ব্যক্তিদের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। সেটা কোন দিন পূরণ হবে না বলে মনে করেন সাংবাদিক নেতারা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিকদের অধিকার ও নিরপত্তার বিষয়ে রিয়াজ উদ্দিন ছিলেন আপসহীন।
বিএনপির পক্ষ থেকে সর্বজন শ্রদ্ধেয় এ সাংবাদিক নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের পক্ষে রিয়াজ উদ্দিন আহমেদের ভূমিকা স্মরণে রাখবে দেশবাসী।
রিয়াজ উদ্দিন আহমেদ চার মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদীতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৮ সালে পাকিস্তান অবজারভার দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও নিউজ টুডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।
গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ। করোনায় আক্রান্তে হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।