শ্রদ্ধা ও ভালোবাসায় জয়নাল আবেদিন হাজারী সমাহিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীকে ফেনীর মুজিব উদ্যানে দাফন করা হয়েছে।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় গার্ড অফ অনারের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে, লাখো ভক্ত অনুরাগী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিএনপির উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজীসহ অনেকে। এদিকে, জয়নাল হাজারীর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী নিয়েছে ফেনী জেলা আওয়ামী লীগ।