শ্রমিকদের সমর্থন আদায় করতে গিয়ে উল্টো ক্ষোভের মুখে বেলারুশের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
তুমুল সরকারবিরোধী বিক্ষোভ চলার মধ্যে সরকারি কারখানা শ্রমিকদের সমর্থন আদায় করতে গিয়ে উল্টো ক্ষোভের মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। লুকাশেনকোকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে পদত্যাগের আহ্বান জানান তারা।
প্রায় ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট লুকাশেনকো। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ দেখিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তার সরকারের বিরুদ্ধে বেলারুশে চলছে তুমুল বিক্ষোভ। লুকাশেনকোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জোর করে ক্ষমতা ধরে রাখা ও বিরোধীদের নির্মূলের অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা। আর তাদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে পুলিশি হেফাজতে মারা গেছেন ২ বিক্ষোভকারী। আটক হয়েছে ৬ হাজারের বেশি বিক্ষোভকারী। দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধীদলীয় নেত্রী। এরই মধ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন টেলিভিশন কর্মী ও কারখানার শ্রমিকরা।