গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ২০৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক শ্রমিক মারা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়কে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রাসেল হাওলাদার স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
বেতন বৃদ্ধির দাবিতে টানা ৭ম দিনের মতো গাজীপুরে আন্দোলনে নামে শ্রমিকরা। সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকে। শ্রমিকদের দাবি, পুলিশে গুলি চালালে ওই শ্রমিক রাসেল হাওলাদার মারা যায়।
মজুরি বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় সড়কে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার কয়েক শত পোশাক শ্রমিক। এ সময় সড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জামগড়া ও ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা সড়কে টায়ার পুড়িয়ে ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।