শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন জেলায় বেলুন ফেস্টুন উড়িয়ে, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তারা অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
মে দিবস উপলক্ষ্যে সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ।
শ্রমিকদের অধিকার নিশ্চিতে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে । বন্দরনগরীর টাইগারপাস মোড়, নিউ মার্কেট, কাজিরদেউরী, বন্দর, বাংলাবাজার ঘাটসহ নগরীর বিভিন্ন পয়েন্টে এসব কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সংগঠন। এতে সংহতি জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও।
খুলনায় শ্রম দপ্তর ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে সিটি মেয়রের নেতৃত্বে খুলনা রেলস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য রেলি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
ময়মনসিংহে আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।এর আগে নগরীতে একটি বর্ণাঢ্য রেলী বের হয়।
বরিশালে বেলুন ফেস্টুন উড়িয়ে রেলি আলোচনা সভার অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মহান মে দিবস পালিত হয়।
সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় নগরীর বন্দরবাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। জাতীয় শ্রমিক লীগ , মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শহরের রেলি আলোচনা সভা করেছে।
রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে বর্ণাঢ্য রেলী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় মোক্তারপাড়া মুক্তমঞ্চ থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়।পরে জেলা পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর শহরের গেইটপাড় এলাকা থেকে জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখা, জামালপুর পেইন্টার শ্রমিক ইউনিয়ন, দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের ব্যানারে মিছিল বের হয় ।
কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। পরে বীরচন্দ্রনগর মিলায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এছাড়াও মানিকগঞ্জ, যশোর, মাগুরা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, জয়পুরহাট, টাঙ্গাইল, ঝালকাঠি, মেহেরপুর ও ঠাকুরগাঁওয়ে মে দিবস পালিত হয়েছে।