শ্রম আইন লঙ্ঘনে নোবেলজয়ী ড. ইউনূসের বিচার শুরু
- আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার শুরু হয়েছে। ইউনূসের উপস্থিতিতে অভিযোগ গঠন করে এ আদেশ দেন আদালত। বিচার শুরুর বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুনের দাবি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য এমন মামলা করা হয়েছে। তবে এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
আভিযোগ গঠনের আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূসসহ অভিযুক্ত আসামীরা। মামলার নথি থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড.ইউনূস ছাড়া অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
এর আগে ৩১ মে বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে নির্দেশ দেন।