শ্রীংলার ঢাকা সফরকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা
- আপডেট সময় : ০৭:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রীংলার ঢাকা সফরের সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে কূটনৈতিক কৌশলের মাধ্যমেই। এমন মন্তব্য করেছেন সাবেক কুটনীতিক মোহাম্মদ শফিউল্লাহ। অন্যদিকে দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশী দেশ থেকে ন্যায্য অধিকারসহ অন্যান্য সুবিধা আদায় করা গেলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান।
করোনার কারণে বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যক্তি পর্যায়ে যাতায়াত বন্ধ আছে প্রায় ৫ মাস ধরে। যদিও সচল রয়েছে পন্য আমদানী-রপ্তানী।করোনার এই সময়ে হঠাৎই ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। হোটেল সোনারগাঁয়ে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দু’দেশের সম্পর্ক ঝালিয়ে নিতেই তার এ সফর।
এ সফরকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমন প্রশ্নে ড. তারেক শামসুর রেহমান জানান, বাংলাদেশের মানুষ চায় পুরনো সমস্যার সমাধান। অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ শফিউল্লাহর মতে, ভালো সম্পর্ক দিয়েই চাওয়াগুলো পূরণ হওয়া উচিৎ।
ভারত করোনার ভ্যাকসিন বানালে বাংলাদেশকে অগ্রাধিকার দেবার বিষয়ে বিশ্লেষকদের মত হচ্ছে– এ বিষয়ে চীন-ভারত দুদেশেরই যেহেতু প্রস্তাবনা আছে, তাই পছন্দ বাংলাদেশের হাতেই।
দুই বিশেষজ্ঞই মনে করেন, দু’ দেশের পররাষ্ট্র সচিবের এই বৈঠক শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে সামনে এগিয়ে নিয়ে গেলে সমান লাভবান হতে পারে ভারত-বাংলাদেশ।