শ্রীমঙ্গলের আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র এখন চাঙ্গা
- আপডেট সময় : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঝিমিয়ে পড়া দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র সিলেটের শ্রীমঙ্গল এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রথমবারের মতো নিলামে অংশ নেন চট্টগ্রামের ব্রোকাররা। আর তাদের অংশ নেয়ার মধ্যদিয়ে বছরের চতুর্থ নিলামে, তিন কোটি টাকা মূল্যের সাড়ে তিন লাখ কেজি চা পাতা বিক্রি হয়।
শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত চা নিলাম অনুষ্ঠিত হয়। এতে ১২টির মধ্যে শ্রীমঙ্গলের ৪টিসহ ৯টি ব্রোকার হাউজ অংশ নেয়।
প্রথম বারের মতো চট্রগ্রামের ব্রোকার হাউজগুলো নিলামে আসে। এতে ঝিমিয়ে পড়া দেশের ্দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রটি চাঙ্গা হয়ে ওঠে।
শ্রীমঙ্গলে প্রথম একজন নারী ব্রোকার অংশ নেয়ার মধ্য দিয়ে দেশে চা নিলামে নতুন মাত্রা যোগ করেছে।
নিলামে অংশগ্রহনকারী ৩০টি বাগানের মধ্যে সিটি গ্রুপের ৮টি বাগান রয়েছে। সবচেয়ে বেশী দামে বিক্রয় হয় চট্রগ্রামের কর্ণফুলী চা বাগানের চা, যার প্রতি কেজির মূল্য ২৬২ টাকা।
ব্রোকার ও বায়াররা বলেন, নিলামের স্থানটি আরও উন্নত করা প্রয়োজন, যাতে স্বাচ্ছন্দে নিলামে অংশ গ্রহন করা যায়।
২০২১ সালে ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে, দেশে অতীতের রেকর্ড ভেঙে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়।