শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বোলারদের বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বোলারদের বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। টেস্ট সিরিজে নতুন বলে পেসারদের ভালো করার বিকল্প দেখছেন না তিনি।
শ্রীলংকা সিরিজে শরিফুল-ইবাদতদের নিয়ে আশাবাদী হলেও ইনজুরি আক্রান্ত তাসকিনকে মিস করবেন ডোনাল্ড। চট্টগ্রামে তৃতীয় দিনের অনুশীলন শেষে এ কথা জানিয়েছেন পেস বোলিং কোচ। এদিনও তিন বিভাগে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে, বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ডোনাল্ড।ব্যাটিংয়ে লম্বা সময় অনুশীলন করেছেন তামিম-জয়রা। এদিকে, প্রথম টেস্টে খেলতে চট্টগ্রামে শ্রীলংকা ক্রিকেট দল। ১৫ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে লঙ্কানরা।