এশিয়া কাপে টিকে থাকার মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপে টিকে থাকার মিশনে ও ফাইনালের আশা বাঁচিয়ে রাখাতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল টাইগাররা। তবে এবার ভিন্ন কন্ডিশনে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। এমন ইঙ্গিতই দিলেন টাইগার-কোচ চন্দিকা হাথুরুসিংহে। এদিকে কলম্বোর ম্যাচে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হলেও, অন্য কোন ম্যাচে নেই সে সুবিধা, তাই বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দু’দলকে।