শ্রীলঙ্কায় জ্বালানি সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশে পুলিশের গুলিতে নিহত একজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় জ্বালানি সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালেন একজন। গতকালের ওই ঘটনায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। রাজধানী থেকে কিছুটা দূরের শহর রামবুক্কানায় আন্দোলন চলে।
নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ক্ষুব্ধ লঙ্কানরা রেললাইন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রেখেছিল। বারবার আহ্বানের পরও উপেক্ষা করছিল সতর্কবার্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে একপর্যায়ে গুলি ছোঁড়া শুরু করে পুলিশ। ঘটনাস্থলেই মারা যান এক বিক্ষোভকারী। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। এই সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন। শ্রীলঙ্কার জরুরি আমদানির বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ায় খাদ্য ও তেলসহ নিত্যপণ্যের গুরুতর সংকট দেখা গিয়েছে।