ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ। ভোটগ্রহণ ৮টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। তবে দুএকজায়গায় ইভিএম নিয়ে ঝামেলায় পড়েছেন এমন অভিযোগ জানাচ্ছেন ভোটাররা।
বেলা ১২টা পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। সহিংসতা এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর ইসির ৫৪ ঘন্টার নিষেধাজ্ঞা চলছে। গত মধ্যরাত থেকে আজ রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় যন্ত্রচালিত সব যান চলাচলও বন্ধ থাকবে। এর আগে ২৩ জেলার ৪৩টি উপজেলায় শনিবার মধ্যরাতে ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়। নির্বাচনে মোট ভোটার রয়েছে ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটর ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন, নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।