ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ৮টায় শুরু
- আপডেট সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ৮টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।তবে দুএকজায়গায় ইভিএম নিয়ে ঝামেলায় পড়েছেন এমন অভিযোগ জানাচ্ছেন ভোটাররা।
সকাল ৮টা থেকে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরামহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভালুকায় ১১ ও ফুলপুরে ১০টি ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, রেব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংঙ্খলাবাহিনী এ নির্বাচনে দায়িত্ব পালন করছে।’
ঢাকার দোহার উপজেলার ৫ ও নবাবগঞ্জে ১৪ টিতে ভোট গ্রহন শুরু হয়েছে। অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারেই কম। ইভিএম নিয়ে ভোটারদের রয়েছে নানা অভিযোগ।
মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, রেব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন রয়েছে।
নেত্রকোনায় ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রচন্ড শীত উপেক্ষা করে কেন্দ্রে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।
এদিকে, তীব্র শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারের বেশ উপস্থিতি দেখা গেছে।