ষাটগম্বুজ মসজিদের অদূরে চলছে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের খনন কাজ
- আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ষাটগম্বুজ মসজিদের অদূরে খানজাহান আলীর বসত ভিটায় চলছে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের খনন কাজ। খনন কাজে বেরিয়ে আসছে সাড়ে ৬শ’ বছর আগের নানা প্রত্মতাত্তিক নিদর্শন। মাটির খুড়ে বের করে আনা নিদর্শণগুলো দেখতে আসছেন শিক্ষার্থীসহ নানা বয়সী দর্শনার্থী। সুলতানী আমলে খানজাহানের বসত ভিটা এলাকার ভূমির স্তর বিন্যাস, স্থাপত্য শৈলি ও কালানুক্রমিক সময় বের করাই মূল উদ্দেশ্যে বলে, জানান প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান।
সকাল সাড়ে ৬টা থেকেই শুরু হয় খানজাহান আলী (রহ) এর বসত ভিটার বিভিন্ন ডিবির খনন কাজ। চলে দুপুর আড়াইটা পর্যন্ত।১৪ জন শ্রমিক যত্নের সাথে খনন ও প্রত্মতাত্ত্বিক নিদর্শণগুলো ধোয়া, মোছা ও পরিস্কারে ব্যস্ত থাকেন। শ্রমিকদের পাশাপাশি প্রত্মতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ৭ কর্মকর্তা পর্যবেক্ষণ ও গবেষণা করছে। গেল এক সপ্তাহের খননে এই বসত ভিটার নিচে প্রাচীন আমলের মেঝে, ইটের দেওয়ালসহ সুলতানি আমলে ব্যবহৃত নানা তৈজসপত্র বেরিয়ে আসে।
খনন কাজ দেখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও দর্শনার্থীরা আসছেন প্রতিদিনই।
প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও অনিয়মিত শ্রমিকদের নিয়ে প্রতিদিন খনন কাজ চলছে বলে জানান এই মাঠ কর্মকর্তা।
খননের পর যেসব প্রত্মবস্তু পাওয়া যাবে সেগুলো পরীক্ষা-নিরিক্ষা শেষে রেজিষ্ট্রেশন করে বিভিন্ন যাদুঘরে রাখা হবে বলে জানান, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।
৩১ ডিসেম্বর শুরু হওয়া এই খনন কাজ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।