ষড়যন্ত্র করে লাভ নেই, সরকার পরিবর্তন করবে জনগণ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা জেদ্দা, আবুধাবী কিংবা লন্ডন– যেখানেই গোপন বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বিদেশী সংস্থার সাথে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র বিএনপির রাজনৈতিক দর্শন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। এছাড়া করোনা ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন আসার সময় এখনো নিশ্চিত নয় উল্লেখ করে সংক্রমণ রোধে সবাইকে সচেতনতার ওপর গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় বিএনপি নেতারা বিদেশে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে উল্লেখ করে তাদের রাজনৈতিক দ্বিচারিতার সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবর্তন শুধু দেশের জনগণের মাধ্যমেই হবে কোন বিদেশি শক্তি বা কোন সংস্থার মাধ্যমে নয়।
এছাড়া করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।