সংকটকালেও ঋণ পেতে ভালো অবস্থানে সরকার: পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অতীতের ধারাবাহিকতায় অর্থনীতির শক্তিশালী সূচকগুলোতে ভর করে এবারও বাজেট সফলভাবেই বাস্তবায়িত হবে বলে আশাবাদী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে। ফলে বাজেট ঘাটতি পূরণে করোনার এই সংকটপূর্ণ সময়েও ঋণ পেতে সুবিধাজনক অবস্থানে আছে সরকার। এই বাজেট কিছুটা উচ্চাভিলাষী হলেও সামাজিক ও খাদ্যনিরাপত্তা এবং কর্মসংস্থানে নৈপূণ্য দেখানোর মতো যথেষ্ট সম্ভাবনা দেখছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় এ বাজেট একই সাথে ঘাটতির দিক দিয়েও রেকর্ড সৃষ্টি করেছে। (সংসদের জিভি ও বাজেট সেশন)করোনার থাবায় অস্থির অর্থনীতিতে এই বিশাল ঘাটতির বাজেট বাস্তবায়ন , সরকারের সামনে কত বড় চ্যালেঞ্জ- এমন প্রশ্ন ছিল পরিকল্পনামন্ত্রীর কাছে।
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে জনগনের জীবনমান বাড়বে বলে দাবি পরিকল্পনামন্ত্রীর। তবে প্রবৃদ্ধির কাংক্ষিত মাত্রা অর্জনে করোনা কিছুটা বিঘ্ন সৃষ্টি করতে পারে বলেও শংকা প্রকাশ করেন তিনি।গাফিলতির কারণে বাজেট বাস্তবায়নে ধীর গতি সমাধানে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি।
তবে জনগনের জীবন ও জীবিকার উন্নয়ন নিশ্চিতে প্রতিটি স্তরে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।