সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে তরুন সমাজকে দেশের জন্য কাজ করার আহবান পরিকল্পনামন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে তরুন সমাজকে দেশের জন্য কাজ করার আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির অডিটোরিয়ামে আন্ত:বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারনী প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে উন্নয়নের ধারা অব্যাহত আছে। তাকে কাজে লাগিয়ে দেশের মানুষের স্বার্থে তরুনদের আরো এগিয়ে আসতে হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ১৬ অক্টোবর শরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২৩টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬২ টি দল অংশ নেয়।