সংক্রমণরোধে কাল থেকে ভারতের সাথে ১৪ দিনের জন্য সব সীমান্ত বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। কাল সোমবার থেকে সব স্থলবন্দর দিয়ে চলাচল বন্ধ থাকবে। এই ঘোষণা ১৪ দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ করা হয়। ভারতে করোনা পরিস্থিতির বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে। ভারতে গত তিনদিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার জন। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।