সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় চলছে লকডাউন
- আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় রাজশাহী, নেত্রকোনা, গাইবান্ধা ও সাভারে চলছে লকডাউন।
করোনা সংক্রমণ সতর্কতায় অবশেষে রাজশাহীকে অনির্দষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক এ ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। পুঠিয়া ও বাগমারা উপজেলায় দু’জন করোনা রোগী শনাক্তের পর এই লকডাউন ঘোষণা হলো। গণবজ্ঞিপ্তিতে বলা হয়, লকডাউন অনুযায়ী এ জেলার সাথে অন্য জেলার প্রবেশ ও বের হওয়ার সব রাস্তাঘাট বন্ধ থাকবে এবং অন্য কোন পথেও কেউ জেলার বাইরে যেতে কিংবা জেলার বাইরে থেকেও কেউ প্রবেশ করতে পারবে না।
নেত্রকোনা জেলায় সোমবার সন্ধ্যা থেকে লকডাউন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। লকডাউন চলাকালে সড়ক, নৌ ও রেলপথে কোন ব্যক্তি এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত: উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
গাইবান্ধা জেলায় চলছে লকডাউন। গত কয়েকদিন ধরে পুলিশ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় টহল জোরদার করেছে। বিকেল ৫টার পর শহর থেকে লোকজনকে বাড়িতে ঢুকতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে শহরে কোন পরিবহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না।হাট-বাজারগুলোতেও সরকারি নিয়ম অমান্য করায় জরিমানা করা হচ্ছে।
সাভার উপজেলার সীমান্ত সড়কগুলো লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এতে রাজধানী ঢাকার প্রবেশমুখ- আমিন বাজার, বিরুলিয়া ব্রীজ এবং ভার্কুতা দিয়ে সাভারে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় সাভারের সঙ্গে ঢাকাসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান এ লকডাউনের ঘোষণা দে