সংক্রমণ রোধে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নেত্রকোনায় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার।আর তা বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দার সীমান্তবর্তী এলাকায় সাদামাটির পাহাড়, রাণীকং মিশনসহ বিভিন্ন পর্যটন এলাকা রয়েছে। এখানে প্রতিদিনই দুরদুরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।করোনার প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার সকালে থেকে জেলার পর্যটন এলাকা দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন মোড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। দুরদুরান্ত থেকে আসা পর্যটকদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া স্থানীয় হোটেল ব্যবসায়ীদের এই নির্দেশ নেমে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন।