সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার লংঘনের অভিযোগে চীনের ৪ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার লংঘনের অভিযোগে চীনের ৪ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য চেন কাংগুয়ো আছেন বলে জানিয়েছে বিবিসি।
পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের বিরুদ্ধে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য মানুষকে আটক, ধর্মীয় নিপীড়ন ও নারীদেরকে জোর করে বন্ধ্যা করার অভিযোগ করে আসছে। তবে শুরু থেকেই দূর-পশ্চিমের জিনজিয়াংয়ে মুসলিমদের উপর নির্যাতন ও নিপীড়নের সব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। সমালোচকদের ধারনা, জিনজিয়াং কর্তৃপক্ষ তাদের পুনঃশিক্ষা কর্মসূচির নামে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ সংখ্যালঘু মুসলমানকে বিভিন্ন ক্যাম্পে আটক করে তাদের উপর ধর্মীয় নিপীড়ন চালিয়ে আসছে ও নানান ধরনের হয়রানি করছে।