সংবিধান লংঘনের জন্য আ'লীগকে শাস্তি পেতে হবে : মাহবুব উদ্দিন খোকন
সংবিধান লংঘনের জন্য আ’লীগকে শাস্তি পেতে হবে : মাহবুব উদ্দিন খোকন
- আপডেট সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আগের সংসদ না ভাঙায় দেশে এখন ৬০০ জন এমপি বলে দাবি করেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সংবিধান লংঘনের জন্য আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে। হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ীই এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি দুঃখজনক বলেও মন্তব্য করেন আমিন উদ্দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১০ জানুয়ারী শপথ গ্রহন করেছেন নির্বাচিত সদস্যরা। আর ১১ জানুয়ারী গঠন করা হয় মন্ত্রিসভা। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতার প্রশ্নে পাল্টাপাল্টি মত দেন আইনজীবীরা। বাহাত্তরের সংবিধানের উদ্ধৃতি দিয়ে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, একাদশ সংসদ না ভেঙ্গে নতুন এমপিদের শপথ গ্রহন অসাংবিধানিক। এদিকে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিএনপির ওই আইনজীবী ভ্রান্ত ধারণা দিয়েছেন। এমপিদের শপথ সংবিধান অনুযায়ী হয়েছে। শপথ গ্রহণ হলেও একাদশ সংসদের মেয়াদান্তে ৩০ জানুয়ারি নতুন নির্বাচিত এমপিরা সংসদে বসতে পারবেন বলে জানান এ এম আমিন উদ্দিন।