সংশোধনের জন্য অভিযুক্ত ৭০ শিশুকে বাবা-মার কাছে ফেরত পাঠানো হলো
- আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
৫০ মামলার আসামী সুনামগঞ্জের ৭০ জন শিশুকিশোর। শুনানিতে শেষে রায়ে কারাগারে না পাঠিয়ে বাবা-মার কোলে ফেরত পাঠানো হলো তাদের। শিশু আদালতের বিচারক দুপুরে এমন রায় দেন। মামলা থেকে অব্যাহিত পেয়ে খুশী শিশু, অভিভাবক ও বিজ্ঞ আইনজীবীরা।
বিভিন্ন ঘটনায় ৫০ মামলা। হয়, পরিবারের সদস্যদের সাথে মারামারির মামলা। অথবা তাদের বিরুদ্ধে ছোটখাট চুরির অভিযোগ ছিল। ক্ষুদ্র এমন অভিযোগে প্রায়শই আদালতে হাজিরা দিতে হতো ১২ থেকে ১৭ বছর বয়সীরা। সংখ্যা প্রায় ৭০ জন।
নিয়মিত পড়াশুনার পাশাপাশি প্রতিদিন কিছু ভাল কাজ করার ৯ শর্তে তাদের মুক্ত করলেন
সুনামগঞ্জ শিশু আদালতের বিচারক জাকির হোসেন। রায় ঘোষণার পর বাংলাদেশের পতাকা, ফুল আর ডায়রী হাতে তাদের ফেরত দেয়া হয় বাবা-মার কাছে।
সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে এবং সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এমন আদেশ দেয়া হয়। আইনজীবীরা জানালেন, মুজিব বর্ষে মামলাগুলে দ্রুত নিস্পত্তিতে এমন সিদ্ধান্ত বিচারকের
আদালতের দেয়া শর্তগুলো এক বছর পালন করতে পারলেই তাদের মুক্তি দেয়া হবে। জানালেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা।
শিশুদের সংশোধনের সুযোগ দিয়ে পরিবারে ফেরত পাঠানো হয়েছে, সেগুলো প্রতিপালিত হচ্ছে কিনা তদারকি করবে অধিদপ্তর। তিন মাস পরপর আদালতকে তা জানানো হবে।
সুনামগঞ্জের ন্যায় সারা দেশে এ ধরনের রায় দেয়া হলে মামলা জটও কমে আসবে বলছেন আদালত সংশ্লিষ্টরা।