সংসদে বিরোধী দলীয় সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসদে বিরোধী দলীয় সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তারা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যবসায়ী হয়েও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এদিকে, বৈষম্য নিরোধে নতুন আইনের বিল উত্থাপনে আপত্তি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বন্দর এলাকায় দূষণে জেল-জরিমানার বিধান রেখে ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল’ পাস হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতে ছিল প্রশ্নোত্তর পর্ব।
পরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রস্তাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ বাতিল করে আনা ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২২’ কণ্ঠভোটে পাস হয়।
আইনমন্ত্রী আনিসুল হক ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপনের অনুমতি চাইলে, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আপত্তি জানান।
এ ব্যাপারে জবাব দেন আইনমন্ত্রী।
‘বাণিজ্য সংগঠন বিল-২০২২’ পাসের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সদস্যরা, দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যবসায়ী হয়েও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।
নিজের ব্যবসায়ী পরিচয় অপরাধ কিনা জানতে চান বাণিজ্যমন্ত্রী।
সরকার কোথাও ব্যবসা নিয়ন্ত্রণ করে না। ব্যবসায়ীদের সহায়তা করে বলেও মন্তব্য করেন টিপু মুনশি।