সংসদ থেকে জাতীয় পার্টির ওয়াক আউট
- আপডেট সময় : ০৯:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বিরোধিতার সত্ত্বেও সংসদে পাস হতে চলছে ব্যাংক-কোম্পানি (সংশোধনী) বিল- ২০২৩। এ বিলকে কেন্দ্র করে সংসদে ওয়াক আউট করেছে জাতীয় পার্টি। বুধবার (২১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিলটি উত্থাপন করলে বিরোধী দল জাতীয় পার্টি তখন সংসদে ওয়াক আউট করে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, হাফিজ উদ্দিন আহম্মেদ ও আহসানুল ইসলাম টিটু বিলটি পাসের তীব্র বিরোধিতা করেন বিরোধীদের অভিযোগ, এ বিলটি পাস হলে ব্যাংকের ঋণ খেলাপি বেড়ে যাওয়াসহ আর্থিক খাতে দুর্নীতি আরো বেড়ে যাবে। তারা বলেন, ব্যাংক পরিচালকদের মেয়াদ ১২ বছর করা হলে অনেক বেশি দুর্নীতির সুযোগ পাবে পরিচালকরা। এতে করে খেলাপি ঋণ বেড়ে যাবে, ব্যাংকের অর্থ লোপাট হবে।
এজন্য বিলটিকে জনস্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করে ওয়াক আউট করেছে জাতীয় পার্টি।