সংসদ নির্বাচনের কর্ম-কৌশল ঠিক করতে রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতারা
- আপডেট সময় : ০৮:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কর্ম-কৌশল ঠিক করতে দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
আন্দোলনের কর্ম-কৌশল তৈরি ও মাঠ পর্যায়ের সাংগঠনিক তৎপরতা বাড়াতে নেতাদের মতামত নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথম দিনের বৈঠকে ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ৬২ জন অংশ নিয়েছেন। তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন।বুধবার দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ-সম্পাদকরা থাকবেন। বৃহস্পতিবার শেষ বৈঠকে বিএনপির সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।