সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
- আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নিয়ম রক্ষায় নয়, অনিবার্য বলেই উপজেলা নির্বাচন করা প্রয়োজন। সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন আয়োজন কমিশনের কাজ হলেও কোন প্রার্থী কোন দলের তা দেখা ইসির বিষয় নয় বলেও জানান সিইসি। মন্ত্রী-এমপির স্বজনরা ভোটে যেনো প্রভাব বিস্তার করতে না পারে সে চেষ্টাই করছে কমিশন। রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এই ধাপে ১৪১ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২২ উপজেলায় ইভিএমে বাকিসব গুলোতে ভোট গ্রহণ হবে ব্যালটে।এদিকে…প্রথম ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিন্ধিতায় জয়লাভ করেছেন।আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।সিইসি বলেন, মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেকায়দায় নেই। এটা নিয়মরক্ষার ভোট নয়, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন।