সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সকালে এ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন মন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় নেতার পক্ষে উপনেতা জি এম কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লক্ষ ৩২ হাজার টাকা অর্থাৎ ৭.১২ শতাংশ বেশি। এছাড়াও ২০২২-২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লক্ষ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮৪ কোটি ৮৫ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকের শুরুতে বিগত ৩১তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।