সংস্কার না হওয়ায় চরম হুমকির মুখে খুলনা শহর রক্ষা বাঁধ
- আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চরম হুমকির মুখে পড়েছে খুলনা শহর রক্ষা বাঁধ। ২২ বছরে বাঁধে হয়নি কোনো সংস্কার।খুলনা বড় বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে হুমকির মুখে পড়েছে নদীর তীরের বাণিজ্যিক কেন্দ্র সহ সরকারি-বেসরকারি অফিস। সমস্যা সমাধানে উদ্যোগে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন।
৪৫ কোটি টাকা ব্যয়ে খুলনা শহর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ২০০০ সালে শেষ হয়। তখন ভাঙনকবলিত এলাকায় ২ হাজার ৩৬০ মিটার নদীর তীর রক্ষার কাজ করা হয়। ২২ বছর পর হুমকির মুখে দৌলতপুর বাজার, খুলনা জেলখানা ঘাট, সদর হাসপাতাল ঘাট, রূপসা ও লবণচরা এলাকা এবং খুলনা বড় বাজারের আনুমানিক ৭শ দোকান ও মসজিদ ঘর।
যেকোনো সময় বাঁধে ধস নেমে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন নগরবাসী।
শহর রক্ষা বাঁধের জন্য দীর্ঘ আন্দোলন করেছে খুলনাবাসী। বাঁধ রক্ষায় সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করছেন খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির এই নেতার।
অপরদিকে খুলনা জেলা প্রশাসক শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
স্থায়ী নদী তীর প্রতিরক্ষাসহ কাজ বাস্তবায়নের জন্য ডিপিপি প্রণয়নসহ ফিজিবিলিটি স্টার্ডি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
নগর পরিকল্পনাবিদ বলছেন, দীর্ঘমেয়াদি আধুনিক নতুন খুলনা শহর রক্ষায় বাঁধ দ্রুত নির্মাণ করা দরকার।