সকল উপজেলায় বিশেষজ্ঞদের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে, গ্রাম পর্যায়ে চালু করা কমিউনিটি হাসপাতাল বন্ধ করেছিলো বিএনপি। সকালে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অন্য স্বাস্থ্যসেবার মতো সরকার চক্ষুচিকিৎসাকেও গুরুত্ব দিচ্ছে জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় বিশেষজ্ঞদের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশ গঠনের পাশপাশি চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহন করেছিলেন বঙ্গবন্ধু।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে স্বাস্থ্যসেবার চলমান কাজ বন্ধ করেছিলো বিএনপি-জামায়াত জোট সরকার।
চক্ষু চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করে, বর্তমান চিকিৎস্যা ব্যবস্থাকে আরও উন্নত ও ডিজিটালাইজ করা কথা জানান সরকার প্রধান।
পরে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলায় চিকিৎসা সেবা নেয়া সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।