গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন সাপেক্ষে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সাপেক্ষে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার- জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে পরিবহনের মালিক-শ্রমিকদের কঠোর হবার নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা মেনে চলতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান মন্ত্রী।