সকল ঝুঁকিপূর্ণ ভাঙ্গন প্রবন এলাকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বর্ষার আগেই পর্যায়ক্রমে সকল ঝুঁকিপূর্ণ ভাঙ্গন প্রবন এলাকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি । এ সময় তিনি আরো বলেন, গজারিয়ায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙন প্রবন দেড় কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজন পড়লে বাঁধের দৈর্ঘ্য আরও বাড়ানো হবে। আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে বলে জানান তিনি। সমগ্র মুন্সীগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪৩৪ কোটি টাকার কাজ চলমান উল্লেখ করে তিনি জানান, মুন্সীগঞ্জ শহররক্ষা বাঁধের ভাঙ্গা অংশের মেরামত কাজ দ্রুততম সময়ের মধ্যেই শুরু করা হবে।