সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে এবং সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনূর রশীদ। তিনি বলেন, বিগত ১০ বছর ধরে বর্তমান মতাসীন দল আওয়ামী লীগের পৃষ্ঠ পোষকতায় পুলিশ বাহিনীর কতিপয় সন্ত্রাসী যে সকল হত্যাযজ্ঞ চালিয়েছে যা ন্যাক্কারজনক ও জঘণ্য। এ সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার দাবি করেণ তিনি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে সদর থানা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম তসিসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নানের হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক ফজলু গ্রেফতার না হওয়ায় এবং হত্যার সাথে জড়িত সকলের ফাঁসির দাবি করে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।